

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হল থেকে রবিবার দিবাগত রাতে দেশীয় অস্ত্রসহ বহিরাগত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং শাহবাগ থানার উপ-পরিদর্শক শাহআলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সূর্যসেন হল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম, হল প্রভোষ্ট এবং শাহবাগ থানা পুলিশ এ অভিযান চালায়। তাদেরকে সূর্যসেন হলের ৩১৩, ৩১৪ ও ৩১৫ নম্বর কক্ষ থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লিমন, রিয়াজ, সানি, টিটন, সজীব, তপু ও ইমন হোসেন।
কক্ষগুলো থেকে ডেটোনেটর, স্প্লিন্টার, সালফার জাতীয় দ্রব্য পাওয়া যায়, যেগুলো দিয়ে ককটেল বানানো যায়। এছাড়া চায়নিজ কুড়াল, রামদা, ইয়াবার পলিথিনের প্যাকেট এবং একটি খেলনা পিস্তলও উদ্ধার করা হয়।