অর্থ-বাণিজ্যআইন-আদালতশিক্ষাসামাজিক গণমাধ্যম

৩৭তম বিসিএস লিখিত পরীক্ষায় অসদুপায়ের দায়ে বহিষ্কার ৩

৩৭তম বিসিএস-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অন্য একজনকে ১৫দিনের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত লিখিত পরীক্ষা চলার সময় এই আদেশ দেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোমবার বিকেলে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিত বলা হয়, বিসিএসের লিখিত পরীক্ষার প্রথম দিন ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয় থেকে মো. আলম মিয়া নামের একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ওই পরীক্ষার্থী অকৃতকার্য হন। প্রবেশপত্রে নিজের রেজিস্ট্রেশন নম্বর পরিবর্তন করে প্রিলিমিনারি টেস্টে পাস করা অন্য একজন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে পরীক্ষা দিতে এলে পরীক্ষাকেন্দ্রে তাকে আটক করা হয়। এরপর ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি নিয়ে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পঠানো নির্দেশ দেন। মো. আলম মিয়া’র বাড়ি বগুড়ার  সোনাতলা উপজেলায়।

একইদিন ঢাকা কেন্দ্রে হাজী আশ্রাফ আলী হলের দুই জন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পরীক্ষায় রাজশাহী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে  অসদুপায় অবলম্বনের জন্য মো. রুবেল হক নামে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

Back to top button