আইন-আদালত

আগুন সন্ত্রাসের প্রসঙ্গ হাইকোর্টে আনবেন না, কোর্টটাতো ১৮ কোটি মানুষের: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: এবার আগুন সন্ত্রাস প্রসঙ্গ উঠলো দেশের সর্বোচ্চ আদালতে। রোববার বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে শুনানি হয় মোসাদকাণ্ডে গ্রেপ্তার আসলাম চৌধুরীর জামিন শুনানির দিন ধার্য ছিলো। কেনো আসলাম চৌধুরীর বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দিতে পারছে না পুলিশ তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট।

এসময় তদন্ত কর্মকর্তার উদ্দেশ্যে আদালত বলে, পুলিশ রিপোর্ট দিতে পারছে না কেনো? কেনো এত দেরি হচ্ছে। এসময় পুলিশ কর্তা বলেন, মাই লর্ড একটু সময় লাগবে এখানে অনেক আসামি। পরে আদালত তদন্ত কর্মকর্তার কাছে নির্দিষ্ট সময় জানতে চান।

এসময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বলেন, এই আসামি মোসাদকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন। আদালত বলেন, ইসরায়েল আর আমেরিকা গেছে সেটা আমরা দেখবো না।

হাইকোর্ট বলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বনিক হয়ে ঢুকে রাজদণ্ড নিয়ে বের হয়ে গেছে।

এসময় ডেপুটি অ্যার্টির্ন জেনারেল আদালতকে জানান, মাই লর্ড, কাল থেকে আগুন সন্ত্রাস শুরু হয়েছে ফের।

এসময় হাইকোর্ট বলে, মিস্টার ডিএজি আগুন সন্ত্রাস প্রসঙ্গ হাইকোর্টে আনবেন না, এটা ১৮ কোটি মানুষের কোর্ট, কোর্টের পরিবেশ নষ্ট করতেছেন কেন? পরে হাইকোর্ট মোসাদকাণ্ডে গ্রেপ্তার আসলাম চৌধুরীর জামিন শুনানি ২ মাসের জন্য স্ট্যান্ডওভার রাখেন।

Back to top button