জাতীয়

চিকিৎসক মৃত ঘোষণা করার ২ ঘণ্টা পর নড়ে উঠলো নবজাতক

ময়মনসিংহ সংবাদদাতা: মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতককে মৃত ঘোষণা করে চিকিৎসক এবং দেওয়া হয় মৃত্যু সনদ। কিন্তু নবজাতকের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে মৃত ঘোষণার ২ ঘণ্টা পর নড়েচড়ে ওঠে শিশুটি। পরে তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি জানাজানি হলে আশ্চর্যান্বিত হয়ে হাসপাতালে শিশুটিকে দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

জানা যায়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বরমা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী হালিমা খাতুনকে গত রবিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি করা হয়। পরে তার একটি কন্যা শিশু জন্ম নেয়। সে সময় অবস্থা খারাপ হওয়ায় নবজাতককে ভর্তি করা হয় এনআইসিইউতে। এরপর গত মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১১ টার দিকে নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দেওয়া হয় মৃত্যু সনদও। কিন্তু স্বজনরা নবজাতকটিকে নিয়ে বাড়ি ফেরার পথে দুপুরের দিকে নড়েচড়ে উঠে শিশুটি।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বতর্মানে শিশুটি নবজাতক নিবিড় পরিচর্চাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। কি ঘটেছিলে তা তদন্ত করে দেখা হবে।

Back to top button