শিক্ষা

একুশে পর্যন্ত ঢাবিতে ব্যানার-পোস্টার নিষিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ১৮ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার (ঢাবি) কোনো দেয়ালে ছবি, পোস্টার ও ব্যানার লাগানো নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত ‘একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’র সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার থেকে পরিস্কার-পরিচ্ছন্নতা, রং ও সাজ-সজ্জার কাজ শুরু হয়েছে। এ সময় শহীদ মিনারে কোনো সংগঠন কর্তৃক কোনো প্রকার অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। অমর একুশের ভাব-গাম্ভীর্য এবং সৌন্দর্য রক্ষার্থে বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালসমূহে কোনো প্রকার ছবি, পোস্টার ও ব্যানার না লাগানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

এছাড়া, বিভিন্ন উপ-কমিটির উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি সমন্বয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Back to top button