বিজ্ঞান-প্রযুক্তি

লাল রংয়ের আইফোন ছাড়লো অ্যাপল

লাল রংয়ের আইফোন
এইডস বিষয়ক সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে লাল রংয়ের ‘লিমিটেড এডিশন’ আইফোন ছেড়েছে প্রযুক্তি জায়ান্ট ‍অ্যাপল। আগামী শুক্রবার (২৪ মার্চ) থেকে প্রযুক্তিপ্রেমীরা হ্যান্ডসেটটি হাতে পাবেন বলে অ্যাপল সূত্রে জানা গেছে।

সবশেষ বাজারে ছাড়া আইফোন ৭ ও ৭ প্লাসকে নতুন এ রংয়ে সাজানো হয়েছে। যদিও গত সেপ্টেম্বরে বাজারে ছাড়ার সময় ব্ল্যাক ও জেট ব্ল্যাক দু’টি নতুন রংয়ে ‍ছাড়া হয় আইফোন ৭।

১২৮ জিবি লাল রংয়ের আইফোন ৭ এর দাম ধরা হয়েছে ৭৪৯ ডলার (১ ডলার ৮০ টাকা), ২৫৬ জিবি’র দাম ধরা হয়েছে ৮৪৯ ডলার। আর লিমিটেড এডিশন আইফোন ৭ প্লাস এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৬৯ ডলার (১২৮ জিবি), এর ২৫৬ জিবির দাম ধরা হয়েছে ৯৬৯ ডলার।

তবে লিমিটেড এডিশনের আইফোন ৭ ও ৭ প্লাসের কতো কপি বাজারে ছাড়া হবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি অ্যাপল।

Back to top button