শিক্ষা

‘দ্রুত উন্নত বিশ্বের কাতারে পৌঁছে যাবে বাংলাদেশ’

Image result for premier university

চট্টগ্রাম: বাংলাদেশের প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ও বরেণ্য অর্থনীতিবিদ ড. মসিউর রহমান বলেছেন, আমাদের দেশে উৎপাদনে বিনিয়োগ ও প্রবৃদ্ধি বাড়ছে যেটা দেশের অর্থনীতির জন্য শুভ সংবাদ। দেশের প্রবৃদ্ধি এভাবে বাড়তে থাকলে আমরা দ্রুত উন্নত বিশ্বের কাতারে পৌঁছে যাবো।

শুক্রবার (৩১ মার্চ) নগরীর হাজারী লেনস্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন ফারজানা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. জ্যোতি প্রকাশ দত্ত।

প্রধান অতিথির বক্তব্যে ড. মশিউর রহমান বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি এখন স্থায়ী পর্যায়ে চলে গেছে। অভ্যন্তরীণ সঞ্চয়ের পাশাপাশি আমরা যদি ১০-১৫% বিদেশি বিনিয়োগে আনতে পারি তাহলে ৯-১০% পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন আমাদের জন্য অস্বাভাবিক নয়। তাছাড়া উন্নত বিশ্বের মতো বাংলাদেশের জিডিপি বাড়াতে হলে বিদেশি বিনিয়োগকারীদের এই দেশে আনতে হবে। তবে সেই বিনিয়োগে যেন কখনোই বাংলাদেশের স্বার্থে আঘাত না আসে।

এ সরকারের আমলে অনেক উন্নয়ন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজে হাত দিয়েছে। যেটাতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হয়েছেন। অদূর ভবিষ্যতে বাংলাদেশের জিডিপি ও প্রবৃদ্ধি দুটোই বাড়বে। একটা অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ গড়ার স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে আমাদের।

আলোচনা শেষে কেক কেটে বিভাগের দশ বছরপূর্তি উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, অর্থনীতি বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Back to top button