আন্তর্জাতিকমতামত

‘সুচি বর্ণবাদী’

সুবহেসাদিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন প্রদেশের সংঘাতে মুসলমানরাই মুসলমানদের হত্যা করছে, মিয়ানমারের নেত্রী অং সান সুচি একথা বলার পর রোহিঙ্গা সম্প্রদায়ের একজন নেতা মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রীর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করেছেন।

আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, “এটা এক অচিন্তনীয় বক্তব্য। এই বক্তব্যে কোন ভিত্তি নেই।”

এর আগে বিবিসির সাথঙ্গেএক বিশেষ সাক্ষাৎকারে রাখাইন রাজ্যে চলমান সমস্যার কথা স্বীকার করে মিজ সুচি বলেন, “রাখাইন প্রদেশে যথেষ্ট বৈরিতা রয়েছে, মুসলমানরাই মুসলমানদের হত্যা করেছে।”

তবে তার মতে, সেখানে ‘জাতিগত নিধন’ শব্দটি সেখানকার পরিস্থিতির জন্য বেশি কঠোর।

মিজ সুচির এসব বক্তব্যে প্রতিবাদ করে আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, “তিনি একজন বর্ণবাদী। তিনি রোহিঙ্গাদের চান না।”

“রাখাইনে এখন যা কিছু ঘটছে তার সবকিছুই সুচি জানেন এবং এসব নৃশংসতায় তিনি নিজে একজন দোসর।”

অং সান সুচির প্রতি রোহিঙ্গা জনগোষ্ঠীর আশাভঙ্গের কী কারণ থাকতে পারে? এই প্রশ্নের জবাবে ইসলাম বলেন, তার মুক্তির প্রশ্নে রোহিঙ্গারাও অন্যান্য জনগোষ্ঠীর সাথে মিলে আন্দোলন করেছে।

কিন্তু এখন তার কিছুই বাকি নেই বলে মি. ইসলাম জানান। -বিবিসি

Back to top button