স্বাস্থ্য

চীনেও পৌঁছেছে জিকা ভাইরাস, সতর্ক বাংলাদেশ

1.

চীনে জিকা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির চিকিৎসা চলছে বলে খবর৷ ৩৪ বছর বয়সি সেই ব্যক্তি ভেনেজুয়েলা সফরকালে জিকায় আক্রান্ত হন বলে জানিয়েছে দেশটি৷ এদিকে, বাংলাদেশ সরকার জিকা আক্রান্তদের চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছে৷

চীনের জাতীয় স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কমিশন বুধবার জানায়, চীনের গানজু শহরের এক ব্যক্তি গতমাসে জিকা ভাইরাস নিয়ে দক্ষিণ অ্যামেরিকা থেকে দেশে ফেরে৷ বর্তমানে চীনের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে৷ আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে এবং তার চামড়ার উপরের ফুসকুড়িগুলোও ক্রমশ কমে আসছে৷
চীনের কর্তৃপক্ষের ধারণা, আক্রান্ত ব্যক্তির শরীর থেকে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা খুবই কম৷ কেননা সেখানে এ মুহূর্তে প্রচণ্ড শীত এবং মশার তৎপরতাও নেই৷

প্রসঙ্গত, জিকা ভাইরাস এডিস মশার মাধ্যমে ছড়ায়৷ এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় পহেলা ফেব্রুয়ারি আন্তর্জাতিক স্বাস্থ্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ গর্ভবতী নারী এই ভাইরাসে আক্রান্ত হলে তার অনাগত সন্তানের মস্তিষ্কের বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে এবং মাথার আকার স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক ছোট হতে পারে৷ জিকা প্রতিরোধের উপায় খুঁজতে বর্তমানে ব্যাপক গবেষণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷- ডিডব্লিউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button