পার্বত্য চট্রগ্রাম

পাহাড় ধস: ক্ষতিগ্রস্তদের এক মিলিয়ন ডলার সহায়তা দেবে জাতিসংঘ

Image result for পাহাড় ধস

পার্বত্য চট্টগ্রামে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি সারাপ্রদান তহবিল (সের্ফ) এক মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে।

বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক ও দেশীয় এনজিওগুলোর অংশিদারিত্বে জাতিসংঘ একটি মূল্যায়নের মাধ্যমে একটি সারাপ্রদান পরিকল্পনা প্রনয়ন করেছে। এতে ৫১ হাজার দুর্গত মানুষকে সহায়তার জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার চাওয়া হয়েছে।

জুন মাসে ভারী বৃষ্টিপাতের কারণে মারাত্মক ভূমিধস ও তীব্র বন্যায় পার্বত্য চট্টগ্রামে ১৬৬ জন মানুষের মৃত্যু হয় এবং আরো বহুসংখ্যক আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের কেন্দ্রীয় জরুরী সারাপ্রদান তহবিল সবচেয়ে গুরুতর ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা প্রদানের জন্য এই অর্থ বরাদ্দ করেছে।

Back to top button