বিচারপতি শামসুদ্দিনের তথ্য চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন
ঢাকা: অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ব্যক্তিগত জীবনবৃত্তান্ত ও বিচারপতি হিসেবে নিয়োগের তথ্য চেয়ে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারের কাছে আবেদন করেছেন হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার জুলফিকার আলী জুনু।
রোববার সকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামের কাছে এ আবেদন করা হয়।
আবেদনে বলা হয়েছে, “তথ্য অধিকার আইনের ৪ ধারায় কর্তৃপক্ষের কাছে একজন নাগরিক তথ্য চাইতে পারে এবং কর্তৃপক্ষ তা দিতে বাধ্য। এ কারণে তথ্য অধিকার আইনের ৮ ধারা অনুযায়ী এ আবেদন করা হলো। আশা করি, এ আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদনকারীর অনুকূলে বিচারপতি হিসেবে এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী নিয়োগের সত্যায়িত অনুলিপি ও ফটোকপি সরবরাহ করবেন।”
পরে এ বিষয়ে জুলফিকার আলী সাংবাদিকদের বলেন, “উচ্চ আদালতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে তথ্যের জন্যই আবেদন করেছি।”
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম আবেদনটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, হাইকোর্টের একজন আইনজীবী বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বিষয়ে তথ্য চেয়ে আবেদন করেছেন।
এর আগে ১১ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে ইমিগ্রেশনের তথ্য চেয়ে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে আবেদন জানিয়েছেন হাইকোর্টের এ আইনজীবী। বিচারপতি শামসুদ্দিন বিচারক হওয়ার সময় তথ্য গোপন করেছেন—এমন অভিযোগ এনে তা তদন্তের জন্য আবেদনে হাইকমিশনের সহায়তা কামনা করা হয়।
আবেদনে ওই আইনজীবী বলেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ব্রিটিশ নাগরিক। বিচারক হওয়ার সময় তিনি উদ্দেশ্যমূলকভাবে তথ্য গোপন করেছেন, যা দণ্ডনীয় অপরাধ।
এ ছাড়া ১০ ফেব্রুয়ারি বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে আবেদন করেন এ আইনজীবী। বিষয়টি তদন্তে সহায়তার জন্য তিনি ব্রিটিশ হাইকমিশনে চিঠি দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, হাইকমিশন তদন্তের সুবিধার্থে তথ্য দিয়ে সহায়তা করবেন।