শেয়ারবাজার

পুঁজিবাজারে সূচক, লেনদেন কমেছে

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে ।


সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্টের বেশি কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৮ পয়েন্টের মতো।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৪৭৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কার্য দিবস চেয়ে ১৫৮ কোটি ৬৬ লাখ টাকা কম।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৬৩টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৫ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ২ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩১১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১২ পয়েন্টে।
অন্যদিকে সিএসইতে ২৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এই বাজারে ৪১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৮ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯০৮ দশমিক ০৭ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।

Back to top button