পার্বত্য চট্রগ্রাম

খাগড়াছড়ির পাহাড়ে গ্রীষ্মকালীন টমেটো চাষে সফলতা

Image result for টমেটো

খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় গ্রীষ্মকালীন টমেটো চাষে সফল হয়েছে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র। গবেষণায় দেখা গেছে, পাহাড়ের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় বারি হাইব্রিড টমেটো-৪ ও ৮ জাত দুটির ভালো ফলন পাওয়া গেছে।

খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র কয়েক বছর ধরে বারি হাইব্রিড টমেটো-৪ ও ৮ জাত দুটি আবাদ করছে। নিবিড় পর্যবেক্ষণে দেখা গেছে, পাহাড়ি এলাকার মাটি ও আবহাওয়া গ্রীষ্মকালীন টমেটো চাষের উপযোগী। এপ্রিলের শেষ সপ্তাহে বারি টমেটো চাষ করে জুনের মাঝামাঝিতে ফলন পাওয়া যায়। আগস্ট মাস পর্যন্ত ফলনের স্থায়িত্বকাল থাকায় বাজারে টমেটোর দামও পাওয়া যায় ভালো।

এক শতক জমিতে মাত্র পাঁচ হাজার টাকা খরচ করে ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করা যায়। এছাড়া এ জাতের টমেটো উচ্চ ফলনশীল হলেও বীজ থেকে বীজ উৎপাদন সম্ভব।

স্থানীয় কৃষকদের গ্রীষ্মকালীন টমেটো চাষে উদ্বুদ্ধ করছে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র।

Back to top button