শেয়ারবাজার

সুচক গত কার্যদিবসের চেয়ে বেড়েছে

সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ১৯ দশমিক ১৩ পয়েন্ট বেড়েছে।


এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৮৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ৭৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ৯৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ৫৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩২ কোটি ৫৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১২২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৪০৩ পয়েন্টে এবং ৪ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৪১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, ড্রাগন সোয়েটার, ইফাদ অটোমোবাইল, গ্রামীণ ফোন, বিডি থাই, সিটি ব্যাংক, গোল্ডেন হার্ভেস্টট অ্যাগ্রো, আইপিডিসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং শাহজালাল ইসলামী ব্যাংক।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৪ কোটি ২৪ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ২ কোটি ৯৯ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৯ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৯১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৬৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৪২৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮৫ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৬১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১০৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্যাংক এশিয়া, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ার, নাহি অ্যালুমিনিয়াম, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল ব্যাংক, ড্রাগন সোয়েটার, বেক্সিমকো লিমিটেড, গ্রামীণ ফোন এবং প্রিমিয়ার লিজিং।

Back to top button