পুলিশ ও আনসার মারামারির ঘটনায় ৫৯ আনসার সদস্যকে ডিএমসি থেকে প্রত্যাহার
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ ও আনসারের মধ্যে মারামারির ঘটনায় ৫৯ আনসার সদস্যকে হাসপাতাল থেকে প্রত্যাহার করা হয়েছে। ওই ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে প্রবেশ করাকে কেন্দ্র করে বুধবার (২৪ জানুয়ারি) বিকালে এ মারামারি হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রুবেল নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের একজন কনস্টেবল অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের পর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকালে রুবেলের সহকর্মী কনস্টেবল মাহবুব তাকে দেখতে হাসপাতালে যান। তিনি ওই ওয়ার্ডে ঢুকতে চাইলে দায়িত্বরত আনসার সদস্য সাইফুলের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে দুজনের মধ্যে মারামারি হলে খবর পেয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তদন্ত কমিটিআহত কনস্টেবল মাহাবুব বলেন, ‘ওয়ার্ডের ভেতর থেকে একজন নার্স আমাকে ডাকায় আমি ওয়ার্ডে ঢুকতে গিয়েছিলাম। এ সময় আনসার সদস্য সাইফুল আমাকে ধাক্কা দিয়ে বের করে দেন। আমি এর প্রতিবাদ করলে সাইফুলসহ আরও কয়েকজন আনসার সদস্য আমাকে মারধর করেন।’
অন্যদিকে আনসার সদস্য সাইফুল বলেন, ‘মাহাবুব তার পরিচয় না দিয়ে জোর করে ভেতরে ঢুকতে চাইলে আমি বাধা দেই। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার গায়ে হাত তোলেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুজনের মধ্যে প্রথমে একবার তর্কাতর্কি ও ধাক্কাধাক্কি হয়। দ্বিতীয় দফায় তর্কাতর্কির সময় কয়েকজন আনসার সদস্য মিলে কনস্টেবল মাহবুবকে মারধর করে। এর পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ বৈঠকে বসে। এতে আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।
বৈঠকের পর হাসপাতালের বিকালের শিফটে দায়িত্বে থাকা ৫৯ জন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়। এছাড়া, হাসপাতালের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ কান্তি পালকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন ডিএমপির রমনা জোনের এডিসি ইকবাল হোসেন, এডিসি এইচএম আজিমুল হক, আনসারের ঢাকা রেঞ্জের উপ-পরিচালক কামরুল ইসলাম ও সহকারী জেল কমান্ডেন্ট তামিমা সুলতানা। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই ৫৯ আনসার সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দোষী না হলে তাদের এখানে পুনর্বহাল করা হবে।’