জাতীয়পাঁচমিশালিবিবিধরাজনীতি
মেহেরপুরে হাতবোমাসহ ৯ শিবিরকর্মী আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে অভিযান চালিয়ে চারটি হাতবোমাসহ শিবিরের নয় কর্মীকে আটক করেছে পুলিশ।
জুমুয়ার দিন (৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে গোভীপুর গ্রামের মকসেদ আলীর বাড়িতে গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়।
আটক শিবিরকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলো বলে পুলিশ জানিয়েছে।
ওসি জানান, গোপন বৈঠকের খবর পেয়ে দুপুরে গোভিপুর গ্রামের মোকসেদ আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় শিবিরের নয় কর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি হাতবোমা উদ্ধার করা হয়। আটকদের মেহেরপুর সদর থানা হেফাজতে রাখা হয়েছে।
মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম মিডিয়াকে জানান, আটক শিবির কর্মীরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলো- এ সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। থানা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।