আবাসন

গভীর রাতে গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন

See the source image

গাজীপুরের কোনাবাড়িতে কাশিমপুর জেলখানা সড়কে বৃহস্পতিবার রাতে ঝুটের বেশ কয়েকটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, কোনাবাড়ি জেলখানা রোড সংলগ্ন জমিদার মাঠে বেশ কয়েকটি ঝুটের গুদাম রয়েছে।  একটি গুদামে আগুনের সূত্রপাত হলে তা পাশের অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। এসব গুদামের অধিকাংশই টিন, কাঠ ও বাঁশ দিয়ে তৈরি। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, কালিয়াকৈর, সাভার ইপিজেড এবং কাশিমপুর ডিবিএল গ্রুপের মিনি ফায়ার ব্রিগেডসহ ৬টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে ঘটনাস্থলে পানির কোনও উৎস না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে অনেক দূর থেকে পানি সংগ্রহ করতে হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালানোর পর রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা গভীর রাত পর্যন্ত চেষ্টা চালান। আগুনে বিপুল পরিমাণ মালামালসহ অন্তত ১৫/১৬টি গুদাম পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

Back to top button