জাতীয়

সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন হবে : এরশাদ

সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে মন্তব্য করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।

শনিবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় পার্টির এক পথসভায় তিনি এ কথা বলেছে।

এরশাদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার জাতীয় পার্টির প্রতি সুবিচার করে নাই। আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থীর ঘোষণা দেয়া হবে।

জাতীয় পার্টি একটি শান্তিপ্রিয় দল উল্লেখ করে তিনি বলেছে, সংঘাত- বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানোসহ জ্বালাও পোড়াও এ বিশ্বাস করে না তার দল।

Back to top button