দেশের সংবাদ

ফতুল্লায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় মোনালিসা নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার রাতে সদর উপজেলার বাংলাবাজার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত মোনালিসা স্থানীয় হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। শনিবার দুপুরে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.শরফুদ্দিন।

নিহত মোনালিসার বাবা শাহীন বেপারী জানান, শুক্রবার সকালে স্ত্রীকে নিয়ে তিনি নরসিংদী জেলার মধবদীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। মেয়ে মোনালিসা ও ছোট ছেলে শাহেদকে বাড়িতে রেখে যান। মা-বাবার অনুপস্থিতিতে স্থানীয় বখাটে সাঈদ (২৫) পানি খাওয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করে। সে কৌশলে মোনালিসার ছোট ভাই শাহেদকে বাড়ির বাইরে পাঠিয়ে দেয়। এরপর ওই তরুণ মোনালিসাকে ধর্ষণ ও হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

মোনালিসার ছোট ভাই শাহেদ জানায়, সাঈদ তাকে ঘরের বাইরে পাঠিয়ে দেয়। প্রায় ঘণ্টাখানেক পর এসে সে দেখতে পায় সোনলিসার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।

এরপর শাহেদের চিৎকারে আশেপাশের লোকেরা এসে মোনালিসাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাই-বোনের মধ্যে মোনালিসা ছিল বড়। তার বাবা শাহীন বেপারী একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

মোনালিসার বাবা শাহীন বেপারী অভিযুক্ত বখাটে যুবক সাঈদকে দ্রুত গ্রেফতার করে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শরফুদ্দিন আহমেদ জানান, প্রাথমিক তদন্তে নিহতের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। অভিযুক্ত যুবক সাঈদকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে লাশের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার মূল কারণ ও বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা হয়েছে।

Back to top button