দেশের সংবাদ

ইয়াবাসহ একই পরিবারের ৫ জনকে আটক

মাধবপুরে ইয়াবাসহ একই পরিবারের ৫জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর থেকে রবিবার ভোরে তাদের আটক করা হয়।

তারা হল- আবুল কালাম (৪৮), তার স্ত্রী ফাতেম (৩৮), মেয়ে রহিমা কালাম রুহি (২১) ছেলে ইমন আহম্মেদ (১৯), ইমনের স্ত্রী শামীমা আক্তার শাম্মী। কালাম সিলেট কোতোয়ালি থানার গোয়াইপাড়ার মৃত দুদু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, ওসি চন্দন কুমার চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) কাওছার আলম, এসআই লিটন দাস, কমলাকান্ত মালাকার রবিবার ভোরে ফোর্স নিয়ে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান করছিল।

এসময় চট্টগ্রামের ফটিকছড়ি হইতে ছেড়ে আসা একটি জিপগাড়িতে তল্লাশি চালায় পুলিশ। গাড়িতে থাকা যাত্রীদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। তল্লাশিকালে গাড়ি চালক পালিয়ে যাতে সক্ষম হয়। ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে মাধবপুর থানার ওসি জানিয়েছে।

Back to top button