ইসলাম গ্রহণ করেছে জার্মানির তরুণ গবেষক

জার্মানির একজন তরুণ গবেষক এবং প্রাচ্য বিশারদ ইসলামে ধর্মান্তরিত হয়েছে। সম্প্রতি ইরানে অবস্থিত ইমাম রেজার মাজারে গিয়ে তিনি ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণের পর সে নিজের নাম রেখেছেন ইউনুস।
ইসলাম গ্রহণের পর নতুন এই জার্মান মুসলিম বলেছে, ‘কিশোর বয়স থেকেই আমি মধ্যপ্রাচ্য ও মুসলিমদের সম্পর্কে খুবই আগ্রহী ছিলাম এবং এই অঞ্চল নিয়ে আমি ব্যাপক গবেষণা করেছি। এছাড়াও, মুসলিমদের সঙ্গেও আমার ভাল বোঝাপড়া রয়েছে। আমি ছয় বছর ধরে ফার্সি ভাষা শিখেছি।’
তরুণ এই জার্মান বলে, ‘আমার দেশের অনেক লোক তাদের অস্তিত্বের সত্য হারিয়ে ফেলেছে এবং তারা তাদের হারিয়ে যাওয়া সত্ত্বা খোঁজার চেষ্টা করছে। তাদের মতো আমিও অবচেতনভাবে একই কাজ করেছি।’
ইউনুস বলেছে, ‘এক আল্লাহ পাক ও হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ওপর বিশ্বাস এবং আল্লাহর সমস্ত মহান নবীগণ যারা সৃষ্টির শুরু থেকেই মানবতার সঙ্গী হয়েছিলেন এবং মানবজাতিকে সঠিক পথে পরিচালিত করেছিলেন। আমার ধর্মান্তরের পিছনে এসব বিষয় আমাকে আকৃষ্ট করেছে এবং এই পথটি বেছে নেওয়ার পর আমি সত্যিই খুব আস্থাশীল।’
‘জার্মানদের একটি ছোট অংশ ‘গসপেল’ শিক্ষা অনুসরণ করে এবং আমি বিশ্বাস করি যে তারা পৃথিবীতে কোনো আশা এবং অনুপ্রেরণা ছাড়াই তাদের সময় অতিবাহিত করছে। এই ধরনের জীবনধারা তাদেরকে হতাশ করে তোলেছে।’ তিনি বলে যান।
সে জোর দিয়ে বলে, ‘আমাদের সবাইকে এমন একটি ধর্মের নীতিমালা মেনে চলতে হবে, যার শিক্ষা একত্ববাদ, ভবিষ্যদ্বাণী এবং ন্যায় বিচারের ওপর ভিত্তি করে তৈরি করা। এটি কখনো মানুষকে হতাশ করবে না।’
ধর্মান্তিরত নতুন এই মুসলিম যুবককে অভিনন্দন জানিয়ে ‘অস্তান কুদস রাজাভি’র নন-ইরানি তীর্থ যাত্রীদের কার্যনির্বাহী ব্যবস্থাপক সৈয়দ মুহাম্মাদ জাভাদ হাশেমী নেজাদ বলে, ‘আজকে বিশ্বের অনেক মানুষ তাদের অস্তিত্বগত সত্যকে হারিয়ে ফেলেছে এবং তারা সবসময় তাদের হারিয়ে যাওয়া অস্তিত্ব খুঁজে পাওয়ার চেষ্টা করছে।’
উল্লেখ্য যে, ‘অস্তান কুদস রাজাবি’ নন-ইরানি তীর্থ যাত্রীদের ব্যবস্থাপনা পরিষদ এই ধরনের ধর্মান্তরিত মুসলিমদের বিশেষ উপহার এবং ধর্মান্তর সনদ প্রদান করে থাকে।