দেশের সংবাদরাজনীতি
ঢাকায় মোতায়েন করা হয়েছে ২০ প্লাটুন বিজিবি

দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষার সহায়তায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গণসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বিষয়টি সাংবাদিকদের জানিয়েছে।
তিনি জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার লক্ষ্যে প্রশাসনের অনুরোধে রাজধানী ঢাকায় আজ সন্ধ্যা ৬টা থেকে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে।