স্ত্রী ও ভাবীকে গলা কেটে হত্যা

ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার নিকলীতে স্ত্রী ও ভাবিকে গলা কেটে হত্যা করেছে শওকত মিয়া নামে এক ব্যাক্তি। শনিবার (১0ই ফ্রেবুয়ারী) সকালে উপজেলার গুরুই ইউনিয়নের পূর্বপাড়া ও পশ্চিমপাড়ায় এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।
শওকত মিয়া গুরুই ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের হাজি ইসরাফিল মিয়ার ছেলে।
জানা যায়, শওকত মিয়া ওমান প্রবাসী। পাঁচ দিন আগে সে দেশে ফিরে।
নিহতরা হলেন- শওকতের স্ত্রী আয়েশা আক্তার (২২) ও তার ভাই বড়ভাইয়ের স্ত্রী সালমা বেগম (৩০)।
পুলিশ জানায়, স্ত্রীর প্রতি সন্দেহপ্রবণতা ও পারিবারিক কলহের জের ধরে এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ভুঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামি শওকত মিয়াকে এলাকাবাসী আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে। নিহতদের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করাসহ মামলার প্রস্তুতি চলছে।’