স্বাস্থ্য

এক হাজার ৮৪৭ জন মানুষের জন্য ডাক্তার মাত্র একজন!

Image result for প্রধানমন্ত্রীর কার্যালয়

সংসদ ভবন থেকে: ২০১৫ সালের তথ্যানুযায়ী, দেশের জনসংখ্যা ১৫ কোটি ৮০ লাখ। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য বিভাগের ডাক্তারের পদ রয়েছে ২৪ হাজার ২৮টি। কিন্তু কর্মরত রয়েছেন ২২ হাজার ৩৭৪ জন ডাক্তার।

বিএমডিসি’র তথ্যানুযায়ী সরকারি ও বেসরকারি ডাক্তার ও জনসংখ্যার অনুপাত ১:১৮৪৭ জন। অর্থাৎ এক হাজার ৮৪৭ জন মানুষের জন্য ডাক্তার রয়েছেন মাত্র একজন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ তথ্য জানান।

সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী স্বাস্থ্য বিভাগে ডাক্তারের মোট পদ ২৪ হাজার ২৮টি, কর্মরত আছেন ২২ হাজার ৩৭৪ জন।

নিজাম উদ্দিন হাজারীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দুই কোটি ৭১ লাখ ৪০ হাজার ২৬৬ জন সক্ষম দম্পতির মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে।

Back to top button