জাতীয়

ভাষা শহীদ স্মরণে বায়তুল মোকাররম মসজিদে মিলাদ-মাহফিল ও দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত , মিলাদ-মাহফিল, দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভাষা শহীদদের স্মরণে বুধবার সকালে এ কর্মসূচির আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে ইসলামিক ফাউন্ডেশন সংস্কৃতি বিভাগের পরিচালক মো. মোজাহারুল মান্নান, উপ-পরিচালক মো. হারেছ সিনহা, কর্মকর্তা-কর্মচারি ও সাধারন মুসল্লিগণ উপস্থিত ছিল।

সকালে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজিমপুর কবরস্থানে সকল ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন শরীফ তেলাওয়াত , মিলাদ-মাহফিল, দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

Back to top button