জাতীয়

অবৈধভাবে বাংলাদেশে ডুকে ইলিশ শিকার করছে ভারতীয় জেলেরা!

নিউজ ডেস্ক : নিষিদ্ধ সময়ে বাংলাদেশের পানিসীমায় এসে পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমারের জেলেরা ইলিশ শিকার করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদও জানিয়েছেন তারা।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন সংগঠনটির আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব মো. আবদুর রহিম।

বিবৃতিতে তারা বলেন, ইলিশ আহরণে সরকারের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের পানিসীমায় অনধিকার প্রবেশ করে ইলিশ মাছ শিকার করছে। এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

নতজানু পররাষ্ট্রনীতির কারণেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত কার্যক্রমের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেন তারা।

বিবৃতিতে তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি চরম অবজ্ঞার কারণেই বর্তমান সরকার দেশের স্বার্থবিরোধী সব কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছে না। অবিলম্বে বাংলাদেশের পানিসীমায় পার্শ্ববর্তী দেশ থেকে আসা জেলেদের ইলিশ ধরা অভিযান বন্ধের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

Back to top button