শেয়ারবাজার

ডিএসইতে প্রধান সূচক ৯ ও সিএসইতে কমেছে ৮ পয়েন্ট

বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক কমে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। তবে এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ৯ দশমিক ৩৫ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৮ দশমিক ৪৯ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৬৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৬৭৬ কোটি ৯৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭১২ কোটি ৯৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬৩৮ কোটি ৯৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৪ কোটি ২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৭ পয়েন্টে এবং ২ দশমিক ২৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১২৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৬৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মার্কেন্টাইল ব্যাংক, গ্রামীণ ফোন, লংকা-বাংলা ফাইন্যান্স, আইডিএলসি, প্রাইম ব্যাংক, জাহিন টেক্সটাইল, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ফরচুন সু এবং কেয়া কসমেটিকস।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৫১ কোটি ৮২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৮ কোটি ২ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১৩ কোটি ৮০ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১০ হাজার ৮৯৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৩২৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৭০ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৪০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৩৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্রিটিশ আমেরিকান টোবাকো, সামিট পাওয়ার, প্রিমিয়ার ব্যাংক, রূপালী ব্যাংক, ফুওয়াং ফুড, গ্রামীণ ফোন, কেয়া কসমেটিকস, ফরচুন সু, মার্কেন্টাইল ব্যাংক এবং লংকা-বাংলা ফাইন্যান্স।

Back to top button