বিজ্ঞান-প্রযুক্তি

তরঙ্গ নিলামে অংশ নেয়নি টেলিটক ও রবি

Image result for তরঙ্গ নিলামে

উন্নত মোবাইল সেবাদানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তরঙ্গ নতুন করে কিনলো মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন ও বাংলালিংক। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত তরঙ্গ নিলাম অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। নিলাম অনুষ্ঠান থেকে তরঙ্গ বিক্রি ও টেক নিউট্রালিটি থেকে সরকারের আয় হচ্ছে ৫ হাজার ২৬৮ কোটি ৫১ লাখ টাকা।
তরঙ্গ নিলাম অনুষ্ঠানে বাংলালিংক ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৫.৬ ও ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ৫ মেগাহার্টজ ব্যান্ড তরঙ্গ কেনে। এছাড়া গ্রামীণ ফোন ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৫ মেগাহার্টজ ব্যান্ড তরঙ্গ কেনে।
নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিটিআরসি’র চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। এছাড়া বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও মোবাইল ফোন অপারেটরের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত আছেন।পর্যাপ্ত তরঙ্গ থাকায় নিলাম অনুষ্ঠানে অংশ নেয়নি মোবাইল অপারেটর টেলিটক ও রবি।
বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘আশা করছি মোবাইল ফোন অপারেটরদের কোয়ালিটি অব সার্ভিস ভালো হবে।’
তিনি মালয়েশিয়া ও জার্মানির উদাহারণ দিয়ে বলেন, ‘১ মেগাহার্টজ তরঙ্গ দিয়ে তাদের তুলনায় বাংলাদেশ ১৫ গুণ বেশি মোবাইল ব্যবহারকারীকে সেবা দেয়। ফলে সেবার মান বাংলাদেশে খারাপ নয়।’
ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা টেক নিউট্রালিটি দিয়েছি, তরঙ্গ দিয়েছি। এখন বলতে পারবেন না এগুলো নেই। আপনারা গ্রাহক বাড়াচ্ছেন কিন্তু তরঙ্গ বাড়াচ্ছিলেন না। এই নেই নেই অবস্থা এখন আর নেই। আপনারা যদি বিষয়টি উপলব্ধি করেন তাহলে ভালো হয়। গ্রাহকদের মোবাইল সেবার ব্যাপারে ত্রুটি থাকবে, এটা মেনে নেওয়া যাবে না। আমার কাছে গুণগত মানই প্রথম অগ্রাধিকার।’
মন্ত্রী নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘মোবাইল ফোন সেবায় অনেক সমস্যা রয়েছে। এরমধ্যে কলড্রপ একটি বড় সমস্যা। এমনও দেখা গেছে একটি কলে আটবার পর্যন্ত কলড্রপ হয়েছে। এটা চলতে দেওয়া যাবে না। এসব সমস্যা দূর করতে হবে। ’
গ্রামীণ ফোন ও বাংলালিংকের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন কেনা তরঙ্গ দিয়ে আরও উন্নতমানের মোবাইল ফোন সেবা দেওয়া সম্ভব হবে। এতে কল ড্রপ (কথা বলার সময় হঠাৎ করে লাইন কেটে যাওয়া), ও নেটওয়ার্ক সমস্যা দূর হবে। এছাড়া এই তরঙ্গ দিয়ে আমরা ফোর জি সেবা দিতে পারবো।

Back to top button