অর্থ-বাণিজ্য

রবি আনল ফোর-জি হ্যান্ডসেটের সমাহার

দেশের সব জেলায় ৪.৫জি সেবা নিয়ে আসার পর বাজারে ফোর-জি স্মার্টফোনের ঘাটতি মেটানোর দিকে নজর দিয়েছে রবি।

গ্রাহকদের জন্য ফোর-জি স্মার্টফোনের বিপুল সমাহার আনল রবির ই-কমার্স আউটলেট শপডট রবিডটকম ডটবিডি।

রোববার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবিশপে গ্রাহকরা পাবেন স্যামসাং গ্যালাক্সি জে-টু প্রাইম, স্যামসাং গ্যালাক্সি জে-টু প্রো, স্যামসাং গ্যালাক্সি জে-টু নেক্সট, স্যামসাং গ্যালাক্সি জে সেভেন (২০১৬), স্যামসাং গ্যালাক্সি এ ফাইভ (২০১৬), স্যামসাং গ্যালাক্সি এ সেভেন (২০১৭)।

এছাড়াও স্যামসাং গ্যালাক্সি জে সেভেন প্রাইম (৩২ জিবি), স্যামসাং গ্যালাক্সি জে সেভেন ম্যাক্স, স্যামসাং গ্যালাক্সি জে সেভেন প্রো, হুয়াওয়ে নোভা টু আই, হুয়াওয়ে জি আর ফাইভ ২০১৭ প্রিমিয়াম, হুয়াওয়ে জি আর ফাইভ (২০১৭), নোকিয়া এইট, নোকিয়া ফাইভ, নোকিয়া টু, ওয়ান প্লাস ফাইভ-টি ১২৮ জিবি, ওয়ান প্লাস ফাইভ-টি ৬৪ জিবি ও ব্ল্যাকবেরি কিওয়ান পাওয়া যাবে।

এ স্মার্টফোনগুলো শূন্য শতাংশ ইএমআইতে পাওয়া যাচ্ছে। এছাড়া গ্রাহকরা এ সাইট থেকে যেকোনো স্মার্টফোন কিনলে ফ্রি ডেলিভারি, উপহার এবং ৪জিবি ৪.৫জি ডেটা প্যাক উপভোগ করতে পারবে।

অফার সম্পর্কে জানা যাবে https://shop.robi.com.bd/4g-handsets-hub সাইটে।

রবির ৪.৫জি সেবা উপভোগ করতে গ্রাহকদের ফোর-জি সিম ও ফোর-জি হ্যান্ডসেটের প্রয়োজন হবে। এ দু’টি বিষয় নিশ্চিত হওয়ার পর ফোর-জি হ্যান্ডসেটের সেটিংসয়ে গিয়ে ফোর-জি সার্ভিস অন করতে হবে গ্রাহকদের।

গ্রাহকের সিম ও হ্যান্ডসেটটি রবির ৪.৫জি সেবা গ্রহনের উপযোগী কিনা তা জানতে *১২৩*৪৪# কোড ডায়াল করতে হবে।

Back to top button