আন্তর্জাতিক

পিকেকে নির্মূল না হওয়া পর্যন্ত ইরাকে অভিযান চলবে: এরদোগান

পিকেকে এর ছবির ফলাফল

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার ভাষায় সন্ত্রাসীদের নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত ইরাকের উত্তরাঞ্চলে সামরিক অভিযান অব্যাহত রাখবে আংকারা।

তিনি বলেন, “আামাদের সীমান্ত থেকে সন্ত্রাসীদেরকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত আমরা থামব না। কান্দিল পার্বত্যাঞ্চল থেকে পিকেকে সন্ত্রাসীদেরকে উৎখাত না করা পর্যন্ত সামরিক অভিযান চলবে।” তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র সংসদীয় দলের এক বৈঠকে গতকাল (শনিবার) এরদোগান এসব কথা বলেন।

এদিকে, গতকালই তুর্কি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর ইরাক ও তুরস্কের মারদিন প্রদেশে বিমান হামলায় পিকেকে’র অন্তত আট গেরিলা মারা গেছে।  তুর্কি জেনারেল স্টাফ তার সরকারি টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, উত্তর ইরাকের সিনাত হাফতেনিন ও তুরস্কের মারদিন এলাকায় জঙ্গিবিমান দিয়ে হামলা চালানো হয়েছে। মারদিন প্রদেশটি সিরিয়া ও ইরাক সীমান্তে অবস্থিত।

Back to top button