আন্তর্জাতিক

আলজেরিয়ায় ফিলিস্তিনি ২ বিজ্ঞানীর মৃত্যু

Image result for আলজেরিয়া

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি অ্যাপার্টমেন্টে ফিলিস্তিনের দুই বিজ্ঞানীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আলজিরিয়ায় ফিলিস্তিনের দূতাবাস এ তথ্য জানিয়েছে।

গাজা উপত্যকার খান ইউনুস শহরের বাসিন্দা সুলায়মান আল-ফাররা (৩৪) ও মুহাম্মাদ আল বান্নার (৩৫) মৃতদেহ গতকাল (রোববার) আল-ফাররার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে- দুই বিজ্ঞানী বিষাক্ত কোনো গ্যাসে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে মারা গেছেন। তবে ফিলিস্তিনিরা দাবি করছেন, দুই বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে।

গাজার একটি বার্তা সংস্থা বলেছে, দুই দিন আগে এ মৃত্যুর ঘটনা ঘটেছে এবং রোববার সন্ধ্যায় প্রতিবেশীরা গ্যাসের গন্ধ পাওয়ার পর ঘটনাটি প্রকাশ হয়। গাজাভিত্তিক বার্তা সংস্থাটি বলেছে, পুলিশ এক বিজ্ঞানীর মৃতদেহ দরজার কাছ থেকে এবং আরেকজনকে বিছানা থেকে উদ্ধার করেছে।

বিজ্ঞানী আলবানার ভাই বলেছেন, বিষয়টি নিয়ে তাদের কাছে বিস্তারিত কোনো তথ্য নেই; আলজেরিয়া সরকার ও ফিলিস্তিনি দূতাবাস বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশা করেন। গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনের বহুসংখ্যক বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে।

Back to top button