আন্তর্জাতিক

মসজিদ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের সাম্প্রদায়িক রায়

Image result for ভারত সুপ্রীম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট এক রুলিং-এর পক্ষে রায় দিয়েছে যাকে ব্যবহার করে সে দেশের সরকার এখন মসজিদের জমি হুকুম দখল করতে পারবে।

আদালতের এই রায়ের মাধ্যমে উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ-রাম জন্মভূমি বিবাদ নিয়ে মামলার জট খুলে গেল।

অযোধ্যা শহরে ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর সপ্তদশ শতকে তৈরি ঐতিহাসিক স্থাপনা বাবরি মসজিদ ভেঙ্গে ফেলেছিল উন্মত্ত হিন্দু জনতা। এ ঘটনার পর ভারতে যে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে তাতে নিহত হয় প্রায় ২০০০ মানুষ।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার সাথে বাবরি মসজিদ মামলার একটা যোগাযোগ রয়েছে।

সুপ্রিম কোর্ট তার রায়ে বলছে, ইসলাম ধর্মে উপাসনার জন্য মসজিদ অত্যাবশ্যকীয় কিনা তার ওপর আগের এক আদালত ১৯৯৪ সালে যে রায় দিয়েছিল সেটা তারা বিবেচনা করবে না।

বাবরি মসজিদের ওপর রাম মন্দির নির্মাণ করা যাবে কি না সেই সিদ্ধান্তের ওপর বৃহস্পতিবারের রায়ের একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর বলা হচ্ছে।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর বাবরি মসজিদ সংক্রান্ত মূল মামলার শুনানি অক্টোবরের শেষ নাগাদ শুরু হবে বলে জানা যাচ্ছে।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এর আগে বলেছে যে বাবরি মসজিদের জায়গাতেই তারা রাম মন্দির নির্মাণ করবে।

ফলে আগামী বছর এপ্রিল বা মে মাসে ভারতের সাধারণ নির্বাচনের আগেই যদি মূল মামলার রায় হয়ে যায় সেটা বিজেপির জন্য রাজনৈতিক সুফল বয়ে আনবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Back to top button