আন্তর্জাতিক

আমাদের কোনো অস্ত্র ‘অ্যানালগ’ নেই; উন্নয়ন অব্যাহত থাকবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশে এখন আর অ্যানালগ সিস্টেমের কোনো অস্ত্র নেই; তারপরও অস্ত্র উন্নত করার কাজ অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, সারা বিশ্বে রুশ অস্ত্র সেরা এবং এর সঙ্গে কোনো অস্ত্রের তুলনা চলে না।
গতকাল (শুক্রবার) ক্রেমলিনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আপনারা জানেন যে, আমরা অগ্রাধিকারভিত্তিতে আমাদের সামরিক বাহিনীকে সর্বাধুনিক অস্ত্র, কন্ট্রোল ও যোগাযোগ ব্যবস্থা দিয়ে সজ্জিত করেছি। আমাদের আকাঙ্ক্ষিত কোনো অস্ত্র এখন অ্যানালগ সিস্টেমের নেই।”
রুশ নেতা বলেন, বিরাট এই অর্জন সম্ভব হয়েছে দেশের বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার ও সরকারি কর্মকর্তাদের একটা বিশাল দলের ধারাবাহিক প্রচেষ্টার ফলে। তাদের এই অর্জন দেশের ভবিষ্যতকে দশকের পর দশক নিরাপদ ও স্থিতিশীল করবে।
সূএ: পার্সটুডে

Back to top button