বিবিধ

যেনে নিন তৈলাক্ত ত্বকের জন্য কী করেবেন ?

অনলাইন ডেস্ক:গরম বাড়লেই তৈলাক্ত ত্বকের বিড়ম্বনা বেড়ে যায়। ধুলাবালির প্রকোপে বাড়ে ব্রণ। ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করতে অ্যালোভেরার ফেসপ্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত।

১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে নিন। ফেসপ্যাকটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো অ্যালোভেরা জেল মিশিয়ে তৈরি করুন পেস্ট। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ শসার রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ ওটমিল গুঁড়া ও ১ চা চামচ চিনি মিশিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেলের সঙ্গে পরিমাণ মতো বেসন মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

Back to top button