আইন-আদালত

৩২৭ বাসের বিরুদ্ধে মামলা, ডাম্পিং ১৭

নিজস্ব প্রতিবেদক :রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় ৩৪৪ বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এরমধ্যে ৩২৭ বাসের বিরুদ্ধে মামলা এবং ১৭টি বাস ডাম্পিং করা হয়েছে।

ডিএমপির চলমান ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহের মধ্যেই রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহনের একটি বাস চাপায় আবরার নামে বিইউপি শিক্ষার্থীর মৃত্যুর পর অভিযান জোরদার করে ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় ৩৪৪ বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান ট্রাফিক বিভাগের বরাত দিয়ে জানান, কাগজপত্র ও ফিটনেস জনিত ক্রটির কারণে ৩২৭ টি বাসের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল এবং ১৭টি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

এর মধ্যে ট্রাফিক পূর্ব বিভাগ ৬২, পশ্চিম বিভাগ ২৬, উওর বিভাগ ১৫২ ও ট্রাফিক দক্ষিণ বিভাগ ৮৭টি বাসের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করে। এছাড়া ট্রাফিক পূর্ব বিভাগ ৪, পশ্চিম বিভাগ ১২ ও ট্রাফিক দক্ষিণ বিভাগ একটি বাস ডাম্পিংয়ে পাঠায়।

Back to top button