জাতীয়

ছয় স্থানে পাওয়া যাবে রেলের অগ্রীম টিকিট

নিজস্ব প্রতিবেদক  : রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আসন্ন ঈদে রেলের টিকিট রাজধানীর ৬টি স্থান থেকে সংগ্রহ করতে পারবেন ভ্রমণ ইচ্ছুক যাত্রীরা। এছাড়া আগামী মাস থেকে রেলের নিজস্ব অ্যাপস চালু করা হবে।

বৃহস্পতিবার বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ফুলবাড়িয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মিরপুরসহ মোট ৬ জায়গায় এই টিকিট বিক্রি করা হবে। মূলত যাত্রীদের সুবিধার্থে এ ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শুধুমাত্র কমলাপুর থেকে টিকিট নিতে অনেক ধরনের ভোগান্তির শিকার হতে হয়। এসব বিবেচনায় মূলত বিভিন্ন স্থান থেকে টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আবার এক্ষেত্রে কালোবাজারিও কম হবে।’

রেলমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ রেলওয়েকে ইতিমধ্যে সরকার ডিজিটালাইজড করার নানা উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে রেলের নিজস্ব অ্যাপস তৈরি করা হয়েছে। অ্যাপসটি আশা করছি আগামী মাসেই চালু হবে। যেখানে রেলের নানা তথ্য থাকবে। সাধারণ মানুষ তৎক্ষণাৎ জেনে সেভাবে তার কাজ করতে পারবেন।’

এ সময় রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Back to top button