রাজনীতি

ঠিক মানুষকে ঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী – কাদের

Image result for সড়ক ও যোগাযোগ

নতুন মন্ত্রিসভা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক লোকই নির্বাচিত করেছেন। ঠিক মানুষকে ঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন।

তিনি বলেন, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেব ও কাজ করব।

মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সেতুমন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা আমাদের যেটি ফোকাস, আমরা জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেব, কাজ করব- সেটিই অঙ্গীকার।

শরিকদের মন্ত্রিত্ব নিয়ে তিনি বলেন, জোটে কোনো টানাপড়েন নেই। সবে একটি সভা হল। মেনন বা ইনু মন্ত্রিসভায় অনেক পরে অন্তর্ভুক্ত হয়েছেন। মন্ত্রিসভা সম্প্রসারণ হবে, রিশাফল হবে। পর্যায়ক্রমে সম্প্রসারণ হবে- সেটাই স্বাভাবিক।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, জোটের কোনো শর্ত ছিল না যে, তাদের কাউকে মন্ত্রী করতে হবে।

‘টানাপড়েন নেই। ভুল বোঝাবুঝি আছে, ঠিক হয়ে যাবে। কারণ তারা দুঃসময়ের সঙ্গী।’

তিনি বলেন, আমাদের অনেকে বাদ পড়েছেন। এটি বাদ নয়, দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। তাদের দায়িত্ব পরিবর্তন হয়েছে। দলের দায়িত্ব ভালোভাবে পালন করবেন।

Back to top button