রাজনীতি

বিএনপির থলের বিড়াল বেরিয়ে গেছে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:বনানীর অগ্নিকাণ্ডে বিএনপির থলের বিড়াল বেরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘১৮-তলা ভবনের অনুমোদন নিয়ে আরও পাঁচতলা বাড়ানো হয়েছে। বর্ধিত পাঁচতলার মালিক বিএনপির কুড়িগ্রাম জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য তাসভিরুল ইসলাম। তাকে গতকাল (শনিবার) গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভী সাহেব কী জবাব দেবেন?’

রবিবার (৩১ মার্চ) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘বিএনপি অভিযোগ করছে অগ্নিনির্বাপণ যন্ত্র না কিনে সমরাস্ত্র কিনছে সরকার। বিএনপির কাছে আমার প্রশ্ন, তাহলে কী আমাদের সমরাস্ত্র কিনতে হবে না? বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় আমাদের সেনাবাহিনী শান্তিরক্ষার ক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করেছে। আমাদের সেনা সদস্যরাই শুধু বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে তা নয়। জাতিসংঘ আমাদের সমরাস্ত্রের জন্যও পয়সা দেয়। নিজেদের প্রয়োজনেই আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে।’

আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তাসভিরুলের বিরুদ্ধে বিএনপির সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। সেটি না করে সবকিছু রাজনীতিকরণ করার চেষ্টা হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ফায়ার স্টেশন ও ফায়ার সার্ভিসের জনবল বৃদ্ধি পেয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকার এ প্রতিষ্ঠানকে আরও আধুনিক করার কাজ করে যাচ্ছে।

Back to top button