জাতীয়

রাতে গুলির শব্দ, সকালে পাওয়া গেল মরদেহ

রাঙ্গামাটি সংবাদদাতা: রাঙ্গামাটির রাজস্থলীতে অংসুই অং মারমা (৫০) নামে এক উপজাতি সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে আরেক দল উপজাতি সন্ত্রাসী দল। গত গতকাল ইয়পাওমুল আরবিয়া (বুধবার) উপজেলার বাঙালহালীয়া ইউনিয়নের কাকদাছড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, তার আবাস কাপ্তাই চন্দ্রঘোনা থানার পানছড়ি পাড়া। সকালে কাকদাছড়ি এলাকার কিছু বাসিন্দা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

চন্দ্রঘোনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন জানান, াতে ওই এলাকার বাসিন্দারা গুলির শব্দ শুনতে পেয়েছে বলে জানিয়েছে। সকালে মরদেহটি দেখতে পেয়ে তারা থানায় খবর দেয়।

ওসি আরও জানান, নিহত অংসুই অং মারমার শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। একটি তার মাথায়, অন্যটি বুকে। তবে কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে সে বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Back to top button