অর্থ-বাণিজ্য

উৎসে কর ০.২৫% রাখার অনুরোধ বিজিএমইএ’র

নিজস্ব প্রতিবেদক: পোশাক খাতে উৎসে কর ০.২৫% রাখার অনুরোধ করেছে দেশের পোশাক রপ্তানিকারকদের সমিটি বিজিএমইএ। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তৈরি পোশাক খাতের সহায়তায় সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করলেও রপ্তানি মূল্যের উপর উৎসে কর দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে দশমিক ৫ শতাংশ করায় কিছুটা নাখোশ পোশাক মালিকরা। তারা উৎসে কর দশমিক ২৫ শতাংশ রাখার অনুরোধ করেন।

বিজিএমইএর এক বিবৃতিতে বলা হয়, বাজেট প্রস্তাবনায় তৈরি পোশাক শিল্পখাতে রপ্তানির বিপরীতে যে নগদ সহায়তাগুলো চালু আছে সেগুলো অব্যাহত রাখার এবং পাশাপাশি অতিরিক্ত ১ শতাংশ বিশেষ নগদ সহায়তাও অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গতবছর পোশাক শিল্পের আবেদনের প্রেক্ষিতে উৎসে কর কমিয়ে ০.২৫ শতাংশ হারে পুনঃনির্ধারণ করা হয়েছিল। শিল্পের এই কঠিন সময়ে উৎসে কর ০.২৫ শতাংশ হারে আরও ৫ বছর অব্যাহত রাখতে অর্থমন্ত্রীর প্রতি বিজিএমইএ বিনীত অনুরোধ জানাচ্ছে।

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী রপ্তানিমুখী শিল্পের পণ্য মূল্যের উপর উৎসে কর হার শূন্য দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে নতুন অর্থবছরে শূন্য দশমিক ৫০ শতাংশ হারে কাটার প্রস্তাব করেন। যদিও আয়কর অধ্যাদেশে এক শতাংশ হারে উৎসে করহার কর্তনের কথা বলা আছে।

বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, বাজেট প্রস্তাবনায় আর্টিফিশিয়াল ফাইবার উৎপাদনকে কর হ্রাসের জন্য। যদিও রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের চাহিদার কারণে গত কয়েক দশকে আমাদের পশ্চাদসংযোগ শিল্পখাতটি উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে, তবুও প্রাথমিক বস্ত্রখাত উৎপাদনের ক্ষেত্রে ম্যানমেড ফাইবার, পলিয়েস্টার, ভেজিটেবল ফাইবার ও অ্যানিমেল ফাইবার উৎপাদনে না গিয়ে কটন ফাইবার (প্রাকৃতিক তন্তু) উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে।

Back to top button