আন্তর্জাতিক

তীব্র শীত ও বরফের কারণে টেক্সাসের ৪০ লক্ষ মাছ মরে ভেসে উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক: এবার রেকর্ড শীত ও তুষার পড়েছে টেক্সাসে। আস্তে আস্তে বরফ গলে যাওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষের সামনে নতুন ভীতিকর দৃশ্য দেখা দিয়েছে। লেকগুলোতে দেখা গেছে লক্ষ লক্ষ মাছ মরে পপে ভেসে উঠেছে।

বন্যপ্রাণী বিভাগের সূত্রে জানা গেছে, তীব্র শীতে যখন লেকগুলো সব বরফে পরিণত হয়েছে, তখনই এসব মাছ মারা গেছে। এ সময় কমপক্ষে ৬১ প্রজাতির প্রায় ৪ লক্ষাধিক মাছ মারা গেছে।

সংশ্লিষ্ট বিভাগের লোকজন রাত-দিন এখন এসব লেক থেকে মৃত মাছ সরাচ্ছে। এবং সেগুলোকে মাটিচাপা দিচ্ছে।
একই সাথে এত বিশাল সংখ্যক মাছ মরে যাওয়ায় সামনে মাছ সংকট দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Back to top button