আন্তর্জাতিক

তুরস্কের সঙ্গে সম্পর্ক উপভোগ করছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহম্মদ বিন আবদুর রহমান আল-থানি বলেছেন, তুরস্ক সরকারের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব উপভোগ করছে কাতার।

শুক্রবার এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন তিনি। এতে তিনি উল্লেখ করেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে দুই দেশের সহযোগিতা চলমান থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার দোহায় এক ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হয় কাতার, তুরস্ক ও রাশিয়া। সেখানে উপস্থিত ছিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী।

উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে কেবল কাতারের সঙ্গেই ভালো দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ক তুরস্কের। যার কারণে ২০১৭ সালে দোহার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবের নেতৃত্বাধীন বাকি উপসাগরীয় দেশগুলো। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও মিসর।

তবে গত জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত জিসিসি সম্মেলনে কাতারের সঙ্গে একটি সমঝোতা স্বারক স্বাক্ষর করেছে উপসাগরীয় দেশগুলো। এর মধ্য দিয়ে দোহার সঙ্গে আবারও কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক চালু করেছে তারা।

Back to top button