জাতীয়

সেনাবাহিনীর বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে -নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অর্থ হচ্ছে আমাদের সার্বভৌমত্বকে নষ্ট করা বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। অনেক ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ যখন পদ্মা সেতু করছে, অনেকে মানতে পারছে না। সমুদ্র জয় করছে, গভীর সমুদ্রবন্দর হচ্ছে, যখন মহাসড়ক হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, লকডাউনের মধ্যে যখন আমাদের ৪৩ বিলিয়ন ডলার রিজার্ভ, তখন অনেকে সেটা মেনে নিতে পারছে না। সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পঁচাত্তর পরবর্তীতে সাংবাদিকতাকে দুর্বল করা হয়েছে। সাংবাদিকতার এ জায়গাটাকে কলুষিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন কোনও জায়গা নেই যেখানে তার দৃষ্টি নাই। তার চিন্তা-ভাবনা মানুষের কাছে নিয়ে যেতে হবে। এটা গণমাধ্যমই পারবে। ১৯৮১ সালের ১৭ মে সামরিক জান্তা জিয়াউর রহমানকে চ্যালেঞ্জ করে তিনি দেশে ফিরে বলেছিলেন, তিনি ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের জন্য এবং দেশের জন্য কাজ করতে এসেছেন। আজকে তিনি দেশ ও মানবতার জন্য কাজ করে প্রমাণ করেছেন। একজন মানবিক প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। এটা ধরে রাখতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অর্থ হচ্ছে আমাদের সার্বভৌমত্বকে নষ্ট করা। কারণ, সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করে। যে সেনাবাহিনী সারা পৃথিবীতে শান্তি রক্ষায় নেতৃত্ব দিচ্ছে, সেই সেনাবাহিনীর বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে।

Back to top button