আন্তর্জাতিক

চীনে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত একজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। বুধবার সিচুয়ানের লুশান কাউন্টিতে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূকম্পনে হতাহতের এই ঘটনা ঘটেছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাত দিয়ে সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে সিচুয়ানের লুশান কাউন্টির ইয়ান শহরের কাছে ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পে উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল সিচুয়ানের রাজধানী চেংদু থেকে ১১৩ কিলোমিটার দূরে।

চীনের সরকারি টেলিভিশন সিসিটিভি বলছে, সিচুয়ানে প্রথম ভূমিকম্পের তিন মিনিট পর সাড়ে ৪ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ওই প্রদেশে অন্তত একজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন।

এর আগে, ২০১৩ সালে ইয়ান শহরে শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া আহত হন আরও হাজার হাজার মানুষ। শহরটির হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যায়।

সূত্র: রয়টার্স।

Back to top button