রাজনীতি

বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে ইসিকে সহায়তা করুন

ব্রাহ্মণবাড়িয়াঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নবগঠিত নির্বাচন কমিশনকে (ইসি) আওয়ামী লীগ স্বাগত জানিয়েছে। রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর সার্চকমিটির সুপারিশের মাধ্যমে ইসি গঠন করেছেন। বিএনপির উচিত বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে নতুন ইসিকে সহায়তা করা।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, যাদের নিয়ে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তারা সবাই নিজ নিজ কর্মস্থলে মেধা, দক্ষতা এবং যোগ্যতার পরিচয় দিয়ে সফলতার উচ্চপর্যায়ে পৌঁছেছেন। এই কমিশন জাতির প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।

নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য তিনি সব রাজনৈতিক দলকে আহ্বান জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেচ্ছা বাপ্পী প্রমুখ।

Back to top button