আইন-আদালতশিক্ষা

প্রশ্ন ফাঁসের অভিযোগে ৪ শিক্ষক গ্রেপ্তার

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ফরিদপুরের বোয়ারমালী উপজেলায় চার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বোয়ালমারী জর্জ একাডেমি কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ওই কেন্দ্র সচিব জর্জ একাডেমির প্রধান শিক্ষক এম এ আজিজ জানায়।

গ্রেপ্তাররা হল উপজেলার সাতৈর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্লাবন ঘোষ, বোয়ালমারী গভর্মেন্ট গার্লস স্কুলের রইচ উদ্দিন ও সালমান মাহমুদ এবং জর্জ একাডেমির সহকারী শিক্ষক শাহিন ফকির।

আজিজ বলেছে, পরীক্ষা শুরুর পরপর ওই চার শিক্ষক পরীক্ষা কক্ষে না গিয়ে শিক্ষকদের রুমে বসে প্রশ্ন কেন্দ্রের বাইরে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। এসময় কেন্দ্র পরিদর্শক সুদীপ বিশ্বাস বিষয়টি টের পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে।

“জিজ্ঞাসাবাদে তাদের কাছে দুইটি প্রশ্নে কপি ও হাতে লেখা উত্তরপত্র পাওয়া যায়।”

এ বিষয়ে বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রওশন আরা পলি বলে, ওই শিক্ষকদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বোয়ালমারী থানার ওসি মো. মিজানুর রহমান জানায়, প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার চার শিক্ষককে থানা হেফাজতে রাখা হয়েছে। মামালার পর তাদের আদালতে পাঠানো হবে।

Back to top button