বিজ্ঞান-প্রযুক্তি

২০১৭ সালে আয় বাড়লেও কোনো মুনাফা করতে পারেনি – রবি

গ্রাহক সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা মোবাইল অপারেটর রবি জানিয়েছে, ২০১৭ সালে আয় বাড়লেও কোনো মুনাফা করতে পারেনি প্রতিষ্ঠানটি। নেটওয়ার্ক উন্নয়ন ব্যয় বৃদ্ধি, বাজার, রেগুলেটরি ও পরিচালন সংক্রান্ত কয়েকটি কারণে লোকসান হয়েছে বলে আর্থিক বিবরণী সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অপারেটরটি।

Image result for robi

প্রকাশিত আর্থিক বিবরণীতে রবি জানিয়েছে, ২০১৭ সালে অপারেটরটির মোট আয় ছিল ৬ হাজার ৮৩০ কোটি টাকা যা ২০১৬ সালের তুলনায় ২৯.৭ শতাংশ বেশি। এর মধ্যে পরিচালন মুনাফার পরিমাণ ১৯ শতাংশ, টাকার অংকে যার পরিমাণ ১ হাজার ৩’শ কোটি। তবে কর পরবর্তী লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২৮০ কোটি টাকায়।

এয়ারটেলের সাথে একীভূত হওয়ার কারণে ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে রবি’র রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। ডেটা থেকেও আয় বেড়েছে ৮৯.১ শতাংশ।

নেটওয়ার্ক উন্নয়নে ২০১৭ সালে রবি’র বিনিয়োগ ছিল ২ হাজার ৪’শ কোটি টাকা। বর্তমানে দেশজুড়ে ৯ হাজার ২’শর বেশি থ্রিজি কাভারেজ সাইট রয়েছে বলেও জানিয়েছে রবি।

বর্তমান বাজারে ভয়েস ও ডেটার মূল্য নিয়ে তীব্র প্রতিযোগিতা রয়েছে যার প্রভাব আয়ের উপর পড়ছে বলেও মনে করে অপারেটরটি। এছাড়া ত্রুটিপূর্ণ মূল্য কাঠামোর কারণেও অপারেটরগুলোর মধ্যে আগ্রাসী মূল্য নির্ধারণের প্রবণতা তৈরি হয়েছে। দেশে ফোর-জি চালু হলেও অপারেটরদের বিনিয়োগ সক্ষমতা ক্ষীণ হয়ে আসছে বলে আশংকা প্রকাশ করেছে রবি।

Back to top button