জাতীয়

৫ বছরে মন্ত্রণালয়—বিভাগে তৈরি হয়েছে ২ লাখ পদ

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ২ লাখ ৮টি পদ তৈরির অনুমতি দেওয়া হয়েছে।
গত ৫ বছরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ২ লাখ ৮টি পদ তৈরি হয়েছে।

বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন।

সংসদে প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ২ লাখ ৮টি পদ সৃষ্টির সম্মতি দেওয়া হয়েছে।

পদ সৃষ্টিতে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে সরকারি আদেশ জারি করা হয়। পরে শূন্য পদে নিয়োগ দেওয়া হয়।

পিএসসির সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকারের চলতি মেয়াদে বিভিন্ন ক্যাডার পদে ১৬ হাজার ২৯ জন নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শূন্য পদে নিয়োগ চলমান প্রক্রিয়া উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকারের প্রায় সব মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ প্রক্রিয়া চলমান।

Back to top button