স্বাস্থ্য

রক্তশূন্যতা রোধে কিশমিশ

স্বাস্থ্য ডেস্ক: শরীরে আয়রনের ঘাটতি দূর করে কিশমিশ। কিশমিশে থাকা প্রচুর পরিমাণে লৌহ রক্তশূন্যতায় ভোগা রোগীর খুবই উপকারী। এছাড়া রক্ত ও লোহিত কণিকা তৈরির জন্য দরকার ভিটামিন বি কমপ্লেক্স ও কপার, যা কিশমিশে মিশে থাকে। এক কাপ কিশমিশ ৬ মিলিগ্রাম লৌহের যোগান দেয়। যা প্রতিদিনের লৌহের চাহিদার ১৭ শতাংশ পূরণ করতে পারে।

এছাড়া কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড় মজবুত করতে বেশ ভূমিকা পালন করে। কিশমিশে আরও রয়েছে বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্টস, যা হাড়ের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। প্রতিদিন কিশমিশ খাওয়ার অভ্যাস হাড়ের ক্ষয় এবং বাতের ব্যথা থেকে দূরে রাখবে। বর্তমান সময়ে অনেক রুগী অস্টিওপরোসিস (হাড়ের একধরনের রোগ) আক্রান্ত হচ্ছেন। বোরন নামক খনিজ পদার্থের অভাবে এ রোগ হয়। কিশমিশে আছে প্রচুর পরিমাণ বোরন, যা অস্টিওপরোসিস রোগের প্রতিরোধক। সুতরাং পরিবারের সবাইকে কিশমিশ খাওয়ার অভ্যাস করানো উচিত।

Back to top button