আন্তর্জাতিক

বার্বির ফ্যাশন ট্রেন্ডে এবার হিজাব নতুন বার্তা ডেস্ক

0
লন্ডন: প্রকাশ্য রাস্তায়, স্কুল-কলেজের ক্লাসে বা কর্মস্থলে- ব্রিটেনে মুসলিম মহিলাদের হিজাব পরায় আপত্তি রয়েছে খোদ সে দেশের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের৷ একই পরিস্থিতি ফ্রান্সেও৷ কিন্ত্ত আগামী মাসেই ইউরোপের বাজারে ছোট্ট মেয়েদের হাতে হাতে ঘুরবে ‘হিজার্বি’৷ হিজাব পরা বার্বি পুতুল৷ ক’দিন পরেই আমেরিকার বাজারে অন্যান্য বার্বির সঙ্গে দেদারে বিকোবে ‘হিজার্বি’৷ দাম মোটে ৯.৯৯ পাউন্ড৷
গত ছয় দশক ধরে বার্বিকে ঘিরে বহু বিতর্ক, ফ্যাশন ট্রেন্ড আবার সমালোচনার ঝড়ও বয়ে গিয়েছে৷ ইঞ্চি ছয়েক লম্বা ছিপছিপে পুতুলটির বিবর্তনও কম হয়নি৷ বার্বির নির্মেদ শরীর, তার পায়ের পেন্সিল হিল স্টিলেটো, কাঁধ ছাপানো সোনালি চুলের ঢাল দেখে মেয়েরাও নিজেকে এমন ভাবেই গড়ে তুলতে চেয়েছে৷ নারীবাদীরা অভিযোগ করেছেন, পুরুষের ভোগের দৃষ্টির ছাঁচে ফেলেই তৈরি হয় বার্বি৷ বর্ণবৈষম্যের অভিযোগ ওঠায় ১৯৮০ সাল থেকে বাজারে এসেছে কৃষ্ণাঙ্গী বার্বিও৷ ক’দিন আগেই তাদের বার্বি ডলের গড়নেও বড়সড় রদবদল ঘটিয়েছে ম্যাটেল সংস্থা৷ তাদের ৫৭ বছরের ইতিহাসে সম্ভবত প্রথম বার৷ বাজারে এখন মিলবে চার ধরনের বার্বি- একটা আগের মতোই স্লিম, অন্যটি একটু ভারী চেহারার, তৃতীয়টি একটু বেশি লম্বা আর চতুর্থটি ছোটখাটো চেহারার একটু বেশিই সেক্সি অ্যাপিলসমৃদ্ধ৷ নতুন এই বার্বিগুলোর গায়ের রঙেও থাকছে সাত ধরনের প্রকারভেদ, থাকবে ২২ রকমের চোখের রং আর বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল৷

কিন্ত্ত বার্বির সেনালি চুল ঢাকা দিয়ে তাকে হিজাব পরানোর মতো ‘বিপ্লব’ এ যাবত্ করে উঠতে পারেনি বিশ্বখ্যাত এই পুতুলের বিপণন সংস্থা৷ সেই কাজটাই করে দেখালেন নাইজেরিয়ার মুসলিম তরুণী হানিফা আদম৷ ছোট থেকেই হাঁটুঝুল স্লিভলেস ফ্রক পরা পুতুলটা ভারী পছন্দ ছিল হানিফার৷ কিন্ত্ত মনে হত তার পুতুলই বা হিজাব পরবে না কেন? তার মতো অনেক কিশোরী তো চাইলেও এই ছোট ড্রেসগুলো পরতে পারে না, তবে তাদের পুতুল কেন এমন হবে? কলেজে ভর্তি হওয়ার পরও সে খেয়াল পিছু ছাড়েনি হানিফার৷ বরং নিজের লাইফস্টাইল ব্র্যান্ড খোলার পর সেই চিন্তা আরও বেশি করে চেপে বসে৷ শেষমেশ ‘আমার পুতুল হবে আমারই মতো’ এই ভাবনা থেকেই জন্ম নেয় ‘হিজার্বি’! মুসলিম দুনিয়ায় ইতিমধ্যেই প্রবল জনপ্রিয়তা পেয়েছে এই পুতুল৷

গোড়ালি পর্যন্ত লম্বা ঝুলের পোশাক পরা, হিজাবে মাথা ঢাকা বার্বিই ‘হিজার্বি’ নামে শোভা পাচ্ছে হানিফার ইনস্টাগ্রামে৷ বছর চব্বিশের কৃষ্ণাঙ্গী তরুণী বলছেন, ‘বার্বি স্টাইল ইনস্টাগ্রাম দেখেই মনে হয়, আচ্ছা এদের যদি আমার মতো পোশাক-আশাক পরাই! তখনও ইউরোপে স্নাতকোত্তর পড়াশোনা চালাচ্ছি৷ নাইজেরিয়া ফিরে কাজ শুরু করি৷ মলে গিয়ে একটা নতুন বার্বি কিনে আনলাম৷ ছোট মাপের হিজাব, লং জ্যাকেট বানিয়ে সাজিয়ে ফেললাম বার্বিকে৷ আর তার পর ইনস্টাগ্রামে পোস্ট৷’ তবে, তার ‘হিজার্বি’ যে এতটা জনপ্রিয়তা পাবে, তা সম্ভবত ভাবেননি হানিফা৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘হিজার্বি’র ছবি পোস্ট করতেই ১৭ হাজার ফলোয়ার! এখন ‘হানি’ নামে একটি লাইফস্টাইল ব্র্যান্ড চালান হানিফা৷ তার কথায়, ‘এ বার কৃষ্ণাঙ্গ একটা পুতুলকে নিজের মতো সাজাব৷’ ‘হিজার্বি’কে বিশ্বের বাজারে পৌঁছে দেওয়ার ভাবনাচিন্তাও শুরু করেছেন হানিফা৷ শীঘ্রই নিজস্ব একটি ওয়েবসাইট খুলতে চলেছেন তিনি৷ সেখান থেকেই অনলাইনে কেনা যাবে ‘হিজার্বি’৷

নতুন সব ধরনের বার্বিকেই হিজাবে সাজানোর ইচ্ছে রয়েছে হানিফার৷ তিনি প্রথম যে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, সেখানে ‘হিজার্বি’র পরনে গ্রিন জাম্পসুট, ডেনিম লং জ্যাকেটে সবুজ সুতোর বর্ডার৷ কালো হিজাবে ঢাকা মাথা, কাঁধে মুক্তোর ব্রোচ, মুখে মিষ্টি হাসি৷ নতুন আরও একটি ছবিও পোস্ট করেছেন হানিফা৷ সেখানে হিজার্বি ও হানিফা দু’জনেই অবিকল এক ধরনের লাল পোশাক ও হিজাবে সজ্জিত৷

উদ্দেশ্যটা ছিল স্লিম চেহারাই যে সৌন্দর্যের একমাত্র সংজ্ঞা নয়, তা তুলে ধরতেই ৫৭ বছরের অচলায়তন ভেঙেছে ম্যাটেল সংস্থা৷ হিজাবের আড়ালে লুকিয়ে থাকা সৌন্দর্যকে তুলে ধরতে প্রথম রাউন্ডেই সফল নাইজিরিয়ার তরুণী৷ – পিটিআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button